BDO

Head Ofice : Cooch Behar, West Bengal, India   Call Us : + 91-7679844559

Blood Donation Camp at Mathabhanga on Purna Das Birthday Ceremony

Blood Donation Camp at Mathabhanga on Purna Das Birthday Ceremony

পূর্ন দাস-মাথাভাঙার এক অতিপরিচিত নাম।আর পরিচিত হবেই না বা কেন?সমাজসেবার ভূত ধরলে মানুষ কে কি ঘরে আটকে রাখা যায়?বলুক না কেউ রক্তচোষা, বলুক না কেউ বাউন্ডুলে, বলুক না কেউ পাগল-তাতে কার বা কি এসে যায়?নাহলে কেউ হসপিটালের বেড শুয়েও নিজের অপেরাশন এর কথা না ভেবে অন্য জনের জন্য রক্তের রিকুয়েস্ট দেয়?তাইতো নিজের জন্মদিন পালনের ক্ষেত্রে ও পাগলামি থেকে বেরোতে পারলো না পূর্ন, আর পারলাম না আমরা #ব্লাডডোনার অর্গানাইজেশন মাথাভাঙা শাখা। গতকাল বিডিও মাথাভাঙা শাখার নবনিযুক্ত সভাপতি পূর্ন দাস মহাশয়ের শুভ জন্মদিন (৩৪-৩ম বর্ষ) স্থানীয় ঝংকার ক্লাব এ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে পালন করা হয়। ২০ জন রক্তদাতার(৫ জন মহিলা) লাল ভালোবাসা দানের মধ্য দিয়ে একটি রক্তদান শিবির যেমন হল,সাথে ১০০ টি চারাগাছ বিতরণের মাধ্যমে অক্সিজেন সঙ্কট মোকাবিলায় নতুন যুদ্ধের আহ্বান জানানো হল। পূর্ন ভাই (অনেকের দাদা) এর জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক, ও এভাবেই মানবতার দিশারী হয়ে সুস্থ, সুখী, নীরোগ দীর্ঘায়ু লাভ করুক,এই কামনা করে #ব্লাডডোনার অর্গানাইজেশন-পশ্চিমবঙ্গ

Details

Joint Organizer

Blood Bank

Next Event Previous Event
Back To Top